নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – Netrokona DC Office Job Circular 2025. নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি নেত্রকোনা জেলা প্রশাসকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। নেত্রকোনা জেলা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা, যেখানে রয়েছে গারো পাহাড়, ঝর্ণা, টিলা, হাওর-বিল ও নদনদী।
জেলা প্রশাসকের কার্যালয় ও এর আওতাধীন উপজেলা ভূমি অফিসসমূহে শূন্য পদগুলোতে জনবল নিয়োগের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন করতে পারবেন শুধুমাত্র নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দারা। অনলাইনে আবেদন করতে হবে: http://dcnetrokona.teletalk.com.bd
📌 সংক্ষিপ্ত তথ্য: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ ২০২৫
- প্রতিষ্ঠানের নাম: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৪ মে ২০২৫
- পদের সংখ্যা: ০৭টি
- মোট পদসংখ্যা: ১২৮ জন
- চাকরির ধরন: সরকারি
- আবেদন শুরু: ১৫ মে ২০২৫
- আবেদনের শেষ তারিখ: ০৪ জুন ২০২৫
- আবেদনের মাধ্যম: অনলাইন
- ওয়েবসাইট: দেখুন এখানে
📝 গুরুত্বপূর্ণ নির্দেশনা:
- আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে। ভুল, অসত্য বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল করা হতে পারে।
- প্রতিটি পদে আবেদন করার আগে পদ সংশ্লিষ্ট দায়িত্ব ও যোগ্যতা ভালোভাবে জেনে নিন।
- আবেদন করার পর প্রবেশপত্র, পরীক্ষার তারিখ, মৌখিক পরীক্ষার সময়সূচি ইত্যাদি ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
- আবেদন করার সময় আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র ও প্রযোজ্য সকল তথ্য প্রস্তুত রাখতে হবে।
📚 প্রস্তুতির টিপস:
- আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক, সেই পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
- পদের দায়িত্ব, কাজের ধরন, প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে অনলাইনে বা সংশ্লিষ্ট সূত্রে খোঁজ করুন।
- নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নপত্র, সাধারণ জ্ঞান ও সংশ্লিষ্ট বিষয়ের উপর নজর দিন।
- প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা রাখুন—প্রতিষ্ঠার সময়, কাজের পরিধি ও বর্তমান কর্মকর্তাদের সম্পর্কে।
🔗 নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ অতিরিক্ত লিংক:


আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে:
১। আবেদন গ্রহণের শেষ তারিখে (০৪ জুন ২০২৫) প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হবে (বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে ১৮ নভেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং-১১, ২০২৪ অনুসরণ করা হয়েছে)। শিক্ষাগত যোগ্যতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্যপদ পূরণে “ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১” এবং এতদসংক্রান্ত সকল বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হবে। এছাড়া নিয়োগ সংক্রান্ত বিদ্যমান যাবতীয় সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।
৩। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় কর্তৃপক্ষের চাকুরিতে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অনাপত্তিপত্র দাখিল করতে হবে।
৪। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে নিয়োগবিধি মতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।
৫। চাকরির জন্য আবেদন আগামী ১৫ মে ২০২৫ তারিখ সকাল ১০:০০ টা হতে ০৪ জুন ২০২৫ তারিখ বিকাল ৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ ডাকযোগে কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে।
৬। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ/ অনাপত্তিপত্র/ কাগজপত্রাদির মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০২ (দুই) কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল। উপস্থাপনযোগ্য কাগজপত্রের তালিকা নিম্নরূপ: ক
) অনলাইনে পূরণকৃত আবেদনপত্র (Applicant’s copy);
খ) সকল সনদ/প্রত্যয়ন/অনাপত্তিপত্র;
গ) নেত্রকোণা জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ;
ঘ) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ;
৪) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সীল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র;
অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও শর্তাবলি:
ক. উল্লিখিত পদে আবেদনে ইচ্ছুক প্রার্থীগণকে http://dcnetrokona.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদেনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i) Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৫ মে ২০২৫ খ্রি. সকাল ১০:০০ টা
ii) Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ জুন ২০২৫ খ্রি. বিকাল ৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে teletalk prepaid mobile এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০০ প্রন্থ ৮০ pixel) ও রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০০ গ্রন্থ ৩০০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।
গ. Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online আবেদনপত্র Submit করার পূর্বেই
পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙ্গিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।
ঙ. SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান: অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতো ছবি (Photo) ও স্বাক্ষর (Signature) Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview কপি দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন। যদি Applicant’s Copy তে কোন তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি (সম্পূর্ণ কালো/সম্পূর্ণ সাদা/ঘোলা) বা ছবি/স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমাদানের পরে আর কোন পরিবর্তন/পরিমার্জন/পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant’s Copy তে তার সাম্প্রতিক তোলা রঙ্গিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF copy ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙ্গিন কপি প্রিন্ট করে সংরক্ষণ করবেন।
Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS করে ০১-০৫ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২/- (বার) টাকাসহ অফেরৎযোগ্য মোট ১১২/- (একশত বারো) টাকা এবং ০৬-০৭ নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, “Online আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।”
আরো দেখতে পারেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার চাকরি জীবনের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। আপনি যদি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং সরকারি চাকরিতে আগ্রহী হন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করুন।
📢 নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন:
👉 মূল নিয়োগ বিজ্ঞপ্তি (PDF/ইমেজ)
প্রয়োজনে আমি নিয়োগ বিজ্ঞপ্তির বিশ্লেষণ, প্রস্তুতির সহায়তা বা আবেদন ফর্ম পূরণেও সাহায্য করতে পারি। জানাতে পারেন। ✅
৪ comments