কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ – ১৫টি পদে ১৭৪ জন নিয়োগ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তরের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন শূন্য পদে মোট ১৭৪ জন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিচে পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল এবং আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য প্রদান করা হলো:

📝 পদের বিবরণ

১. ফার্মাসিস্ট

  • পদসংখ্যা: ৩০ জন
  • শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ফার্মেসি
  • বেতন স্কেল: ১২,৫০০ – ৩০,২৩০ টাকা

২. উচ্চমান সহকারী

  • পদসংখ্যা: ০৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি
  • বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা

৩. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ০৯ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা

৪. কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

৫. অফিস সহকারী

  • পদসংখ্যা: ১০ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

৬. কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৬৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

৭. অফিস সহকারী কাম বিক্রেতা (শো-রুম)

  • পদসংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

৮. অফিস সহকারী কাম বিক্রেতা (রেশন)

  • পদসংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

৯. টাস্ক-টেকার

  • পদসংখ্যা: ০৬ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

১০. গাড়ী চালক

  • পদসংখ্যা: ১২ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা

১১. শিক্ষক

  • পদসংখ্যা: ২৬ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা

১২. ক্যাশিয়ার

  • পদসংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা

১৩. মাস্টার দর্জি

  • পদসংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • বেতন স্কেল: ৮,৮০০ – ২১,৩১০ টাকা

১৪. বুক বাইন্ডার ইন্সট্রাক্টর

  • পদসংখ্যা: ০১ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
  • বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা

১৫. ব্ল্যাকস্মিথ

  • পদসংখ্যা: ০৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ
  • বেতন স্কেল: ৮,৫০০ – ২০,৫৭০ টাকা

📅 কারা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য

আবেদনের মাধ্যম: অনলাইনে আবেদন করতে হবে এই লিংকে ➡️ http://prison.teletalk.com.bd

আবেদন শুরু: ১৯ মে ২০২৫, সকাল ১০:০০ টা

আবেদনের শেষ তারিখ: ১২ জুন ২০২৫, রাত ১২:০০ টা

আবেদন প্রক্রিয়া:

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://prison.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
১. Online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ মে ২০২৫ খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকা।
২. Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১২ জুন ২০২৫ খ্রিঃ রাত ১২.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ. Online আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০x প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ X প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ kb ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ Kb এর মধ্যে হতে হবে।


গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online এ আবেদনপত্র Submit করার পূর্বেই প্রদানকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী শতভাগ নিশ্চিত হবেন।
ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।


৩. SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:
Online এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা প্রার্থী একটি User ID ও ছবি-স্বাক্ষরযুক্ত একটি Applicant’s copy পাবেন। উক্ত Applicant’s copy প্রার্থী প্রিন্ট বা Download ও রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant’s কপিতে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং-০১ পদের এর জন্য ১৫০/- টাকা, Teletalk চার্জ বাবদ ১৮/- (ভ্যাটসহ) টাকা মোট ১৬৮/- টাকা, ক্রমিক নং-০২ হতে ১০ পর্যন্ত পদের জন্য ১০০/- টাকা, Teletalk চার্জ বাবদ ১২/-(ভ্যাটসহ) টাকা মোট ১১২/- টাকা এবং ক্রমিক নং-১১ হতে ১৭ পর্যন্ত পদের জন্য ৫০/- টাকা, Teletalk চার্জ বাবদ ৬/-(ভ্যাটসহ) টাকা মোট ৫৬/- টাকা; তবে অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি বাবদ ৫০ (পঞ্চাশ) টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ (ভ্যাটসহ) ৬/-টাকাসহ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- (ছাপান্ন) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।


প্রথম SMS: PRISON User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: PRISON ABCDEF
Reply: Applicant’s name, Tk- 168/-, Tk 112/- & Tk 56/- will be charged as
application fee.
Your PIN is 12345678. To pay fee Type PRISON
YESPIN and send to 16222.
দ্বিতীয় SMS: PRISONYES PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
Example: PRISON YES 12345678.

Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for application of the post (ABCDEF) and Password (xxXXXXXX). of Prisons Directorate. Your User ID is
চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://prison.teletalk.com.bd ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিকভাবে সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।
২. SMS এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী Download করে রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। প্রার্থীকে প্রবেশপত্রটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শণ করতে হবে।
জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID ও Password পুনরুদ্ধার করতে পারবেন।
১. User ID জানা থাকলে PRISONHelpUser User ID & send to 16222.
Example: PRISON Help User ABCDEF & Send to 16222.
২. PIN Number জানা থাকলে: PRISONHelpPIN PIN No & Send to 16222

আপনি আরও পছন্দ করতে পারেন- জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ

Total
0
Shares
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts
আরও পড়ুন

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি

আসসালামু আলাইকুম। সবাইকে ‘বিসিএস ক্লাসরুম’-এ আন্তরিক স্বাগতম। আজকে আমরা আলোচনা করবো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (PDBF)–এর ২০২৫ সালের…
আরও পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি — ৬৩টি পদে জনবল নিয়োগ রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্প্রতি ১০টি ভিন্ন পদে মোট ৬৩ জনকে…
আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়সমূহে…
শেরপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ
আরও পড়ুন

শেরপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

শেরপুর সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ স্বাস্থ্যখাতে সরকারি চাকরির বড় সুযোগ! শেরপুর সিভিল সার্জনের কার্যালয় ও তার অধীনস্থ বিভিন্ন…
Total
0
Share